কলকাতা প্রেস ক্লাবে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রকাশ করা হল বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ড. আতিউর রহমানের লেখা বই ‘Towards Golden Bengal: Thoughts of Tagore and Bangabandhu on Inclusive Development’। অনুষ্ঠানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং বিশিষ্ট ভাষাতাত্ত্বিক ড. পবিত্র সরকার বর্তমান সময়ে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্থসামাজিক ভাবনার প্রাসঙ্গিকতার কথা উল্লেখ করেন। সেইসঙ্গে দুজনের চিন্তাভাবনার মেলবন্ধনের ক্ষেত্রে আতিউর রহমানের ভূমিকার প্রশংসা করেন তিনি। তাঁর কথায়, “স্বাধীন বাংলাদেশের গঠনে বঙ্গবন্ধু যেমন লড়াই করেছিলেন, তেমনই সেদেশের উন্নয়নে রবীন্দ্র-ভাবনার বাস্তব রূপকার ছিলেন তিনি।” বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে আতিউর রহমানের ভূমিকার কথাও তুলে ধরেন পবিত্র সরকার।
আলোচনায় অংশ নিয়ে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক অমিত শোভন রায় বলেন, নানা বাধাবিপত্তি, প্রতিকূলতা কাটিয়ে গত ১৫ বছরে ধরে বাংলাদেশে যে উন্নয়নের স্রোত বইছে, তা আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। সেই সূত্রে বাংলাদেশের উন্নয়নের রূপরেখা আতিউর রহমানের এই বই বিশেষ সহায়ক হতে পারে বলে মনে করেন তিনি।
আতিউর রহমান তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথের আধুনিক উন্নয়নমুখী ভাবনার কথা উল্লেখ করে বলেন, “কবিগুরুর একজন একনিষ্ঠ অনুরাগী ছিলেন বঙ্গবন্ধু। রবীন্দ্রনাথই ছিলেন তাঁর অনুপ্রেরণার উৎস। তাই শিক্ষা, কৃষি থেকে পরিবেশ, সবক্ষেত্রে রবীন্দ্র-ভাবনার বাস্তবায়নে সচেষ্ট হয়েছিলেন বঙ্গবন্ধু।”
আলোচনায় যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন, টেকনো-ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের কো-চেয়ারপার্সন অধ্যাপক মানসী রায় চৌধুরী, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) রঞ্জন সেন প্রমুখ। কলকাতা প্রেস ক্লাব এবং অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম ক্যালকাটা-কলিং যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। ক্যালকাটা-কলিং-এর পক্ষে বক্তব্য রাখেন ঋত্বিক মুখার্জি।