কোচবিহারের শীতলকুচিতে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠল। সভা করে ফেরার পথে তৃণমূলই এই হামলা চালিয়েছে বলে তাঁর অভিযোগ। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।
বুধবার শীতলকুচিতে পঞ্চায়েত সমিতির মাঠে বিজেপির সমাবেশে ভাষণ শেষ করে ফিরছিলেন দিলীপবাবু। তখনই তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁর কনভয়ে থাকা আরও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ করেছেন দিলীপবাবু। বিজেপির অভিযোগ, দিলীপবাবু রক্ষা পেলেও দলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
ঘটনার পর সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, “সভা শেষ হওয়ার পর যখন ফিরছিলাম, তখন মাথাভাঙায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে তৃণমূল সমর্থকরাও ফিরছিল। সেই সময় তৃণমূল সমর্থকরা স্লোগান দিতে থাকলে, আমাদের কর্মীরাও পাল্টা স্লোগান দেন। পুলিশের কাছে বারবার পরিস্থিতি শান্ত রাখার আবেদন জানাই। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি।”
দিলীপবাবু আরও বলেন, “এর কিছুক্ষণ পর আমাদের ফেরার সময় অনেক তৃণমূল কর্মী রাস্তার ধারে দাঁড়িয়েছিল। তারা হামলা চালাতে শুরু করে। আমার গাড়িতে দুটো বোমা ছোড়া হয়েছে। পাথরও ছোড়া হয়। উত্তরবঙ্গে বিজেপি-র ক্ষমতা বেশি। তাই ওরা অশান্তি করার চেষ্টা করছে।”
কোচবিহার জেলার তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “দিলীপ ঘোষ মিথ্যে বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার পথে আমাদের কর্মীদের গাড়িতেই হামলা চালানো হয়েছে। মানুষ বিজেপি-কে চায় না। তাই ওরা অশান্তি করার চেষ্টা করছে।”