আয়ুর্বেদ চিকিৎসার নানা দিক নিয়ে কলকাতায় হয়ে গেল ২ দিনের কর্মশালা। সল্টলেকের সেক্টর ফাইভে National Council of Science Museum-এর অডিটোরিয়ামে ১৫ ও ১৬ মার্চ এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এই কর্মশালার উদ্যোক্তা কলকাতার Central Ayurveda Research Institute-এর ডিরেক্টর পি ভি ভি প্রসাদ (P V V Prasad) এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডাঃ শরদ পওয়ার (Sharad Pawar) জানিয়েছেন, এই কর্মশালায় আয়ুর্বেদ চিকিৎসার নানা দিক এবং আগামী দিনে এর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ও গবেষকরা তাঁদের বক্তব্য পেশ করেন।
কর্মশালায় অংশ নিয়েছিলেন আয়ুর্বেদ (Ayurveda), ফার্মাকোলজি (Pharmacology), বায়োটেকনোলজি (Biotechnology), ফার্মাসিউটিক্যালস (Pharmaceutical) চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন শাখার গবেষকরা।
বক্তাদের মধ্যে ছিলেন, ডাঃ ভি রবিচন্দ্রন (V. Ravichandran, Director, Niper, Kolkata), অধ্যাপক শান্তনু কে ত্রিপাঠী (Santanu, K Tripathi, Dean, Netaji Subhash Medical College, Patna, Bihar) অধ্যাপক আর এন ভট্টাচার্য (R.N. Bhattacharyya, Dept. of Plastic Surgery, R.G. Kar Medical College, Kolkata), ডাঃ এইচ এস পারমার (H.S. Parmar, DAV Indore) প্রমুখ।