আয়ুর্বেদ চিকিৎসাকে জনপ্রিয় করার লক্ষ্যে সাম্প্রতিককালে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ধারাবাহিকভাবে একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে আয়ুর্বেদ চিকিৎসার নানা দিক নিয়ে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ২ দিনের কর্মশালা। সল্টলেকের সেক্টর ফাইভে National Council of Science Museum-এর অডিটোরিয়ামে আগামী ১৫ ও ১৬ মার্চ এই ওয়ার্কশপ হতে চলেছে।
এই কর্মশালার উদ্যোক্তা কলকাতার Central Ayurveda Research Institute-এর ডিরেক্টর পি ভি ভি প্রসাদ (P V V Prasad) এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডাঃ শরদ পওয়ার (Sharad Pawar) জানিয়েছেন, এই কর্মশালায় বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ও গবেষকরা বক্তব্য পেশ করবেন।