হোমরাজ্যআসানসোলে শত্রুঘ্ন আর বালিগঞ্জে বাবুলকে প্রার্থী করল তৃণমূল

আসানসোলে শত্রুঘ্ন আর বালিগঞ্জে বাবুলকে প্রার্থী করল তৃণমূল

আসানসোলে শত্রুঘ্ন আর বালিগঞ্জে বাবুলকে প্রার্থী করল তৃণমূল

আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। রবিবার সকালেই টুইট করে আসানসোলে বলিউড অভিনেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা এবং বালিগঞ্জে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী ১২ এপ্রিল এই দুই আসনে উপনির্বাচন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটগণনা হবে ১৬ এপ্রিল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেন বাবুল। অন্যদিকে, সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বালিগঞ্জ আসনটি শূন্য হয়েছিল।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানান বাবুল।
টুইটে তিনি লিখেছেন, “আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি। আপনি আমাকে বাংলার জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। আপনার উদ্দীপনাময় নেতৃত্ব ও আশীর্বাদ নিয়ে আমি নতুন শক্তি ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।”

গত বছর বিধানসভা ভোটের পর মন্ত্রিসভার রদবদলের সময় বাবুলকে মন্ত্রিসভা থেকে বাদ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮ সেপ্টেম্বর বাবুল যোগ দেন তৃণমূলে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img