কলকাতায় বাংলাদেশ ডেপুটি-হাইকমিশন শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বাংলাদেশের ৫০তম ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১’।
সন্ধ্যায় কলকাতার একটি অভিজাত হোটেলে এক সম্বর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় সরকারি আধিকারিক, বুদ্ধিজীবী, রাজনীতিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথির ভাষণে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছেন, “স্বাধীন বাংলাদেশে গড়ে তোলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান চিরস্মরণীয়। শুধু ভারত নয় গোটা বিশ্ববাসী চিরকাল স্মরণ করবে।”
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বগুণের প্রশংসা করে ধনখড় বলেন, বাংলাদেশ অর্থনৈতিক সামাজিক এবং অন্যান্য সব ক্ষেত্রে উন্নতি করে চলেছে।
সকালে উপ-হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন করেন উপ-হাইকমিশনার তৌফিক হাসান।