ভারতীয়দের জন্য ফের পর্যটক ভিসা চালু করল বাংলাদেশ। ভারতীয় পর্যটকরা আগের মতোই ভিসার জন্য আবেদন জানাতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে সেজন্য শর্তও রাখা হয়েছে। আবেদনকারীকে অবশ্যই কোভিডের টিকার দুটি ডোজই নিতে হবে।
ভিসার জন্য আবেদনকারীকে সল্টলেকের সেক্টর ফাইভে Bangladesh Visa Application Centre-এ গিয়ে আবেদন জানাতে হবে। Infinium Digispace ভবনে গিয়ে সকাল ৯টা থেকে ৩টের মধ্যে প্রয়োজনীয় নথি দিতে হবে। একইদিনে বেলা ১টা থেকে ৬টার মধ্যে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। সোমবার থেকে শুক্রবার, সপ্তাহে ৫ দিন এই অফিস চালু থাকবে। ভিসার আবেদন করতে হলে, প্রসেসিং ফি হিসেবে জিএসটি চার্জ সহ ৮২৫ টাকা জমা করতে হবে।
বাংলাদেশ ভিসা সেন্টারে ১০টি কাউন্টার রয়েছে। সেখানে পর্যটক, ছাত্র, গবেষক, সাংবাদিক সহ ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা কাউন্টার রাখা হয়েছে। এছাড়া রয়েছে অন্যান্য সব ধরনের পরিকাঠামোগত সুবিধা।