দেশজুড়ে টানা ৪ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক পরিষেবা, যার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন কোটি কোটি গ্রাহক। ২৬ মার্চ চতুর্থ শনিবার। তাই সেদিন ব্যাঙ্কে কোনও কাজ হবে না। ২৭ মার্চ রবিবার।
অন্যদিকে, ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে ২৮ ও ২৯ মার্চ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মীদের বিভিন্ন সংগঠন। অর্থাৎ ২৬ থেকে ২৯ মার্চ, এই ৪ দিন সমস্ত ব্যাঙ্ক বন্ধই থাকছে। এটিএম পরিষেবাও বিঘ্নিত হতে চলেছে।
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যে ধর্মঘটের কথা জানিয়ে দিয়েছে। তবে বনধ পরিষেবা চালু রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসবিআই কর্তৃপক্ষ।
এপ্রিল মাসেও প্রায় ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এপ্রিলেই রয়েছে পয়লা বৈশাখ, আম্বেডকর জয়ন্তীর মতো উৎসব।