হোমরাজ্যবিয়েবাড়িতে ২০০ জন পর্যন্ত ছাড়, শর্তে করা যাবে মেলাও

বিয়েবাড়িতে ২০০ জন পর্যন্ত ছাড়, শর্তে করা যাবে মেলাও

বিয়েবাড়িতে ২০০ জন পর্যন্ত ছাড়, শর্তে করা যাবে মেলাও

রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে দেওয়া হল। সরকারি ঘোষণা অনুযায়ী, ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ জারি থাকছে। তবে বিয়ে এবং মেলার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে।

নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়েবাড়ির অনুষ্ঠানে সর্বোচ্চ ২০০ জন কিংবা অনুষ্ঠান হলের মোট আসন সংখ্যার অর্ধেক, এর দুইয়ের মধ্যে যেটা কম, সেই সংখ্যক মানুষকে আমন্ত্রণ জানানো যেতে পারে।

খোলা আকাশের নীচে মেলা করা গেলেও করোনা বিধিনিষেধ মেনে চলতে হবে।

অন্যান্য বিধিনিষেধ বহাল থাকছে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু জারি থাকছে। বন্ধ থাকছে সমস্ত স্কুল, কলেজ। অর্ধেক হাজিরা নিয়ে চলবে সরকারি অফিস। সম্পূর্ণ বন্ধ থাকবে জিম, সুইমিং পুল। অর্ধেক ক্রেতা নিয়ে সেলুন খোলা রাখা যাবে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img