কেরলে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে গিয়েছে। এবার বঙ্গেও বর্ষার আগমন আসন্ন। দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনের মধ্যেই উত্তরবঙ্গে এবং সিকিমে বর্ষার প্রবেশ ঘটতে চলেছে। উত্তরবঙ্গে সাধারণ জুনের ৮-১০ তারিখের মধ্যে বর্ষার আগমন ঘটে থাকে। এবার সেখানে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরে বর্ষা ঢুকছে ৪-৫ দিন আগেই।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী ৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মঙ্গল থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।
তবে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন নিয়ে নির্দিষ্ট কোনও বার্তা দেয়নি আবহাওয়া দফতর। আপাতত গরমের অস্বস্তি থেকে মুক্তির আশা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
কেরলে সাধারণত ১ জুন বর্ষা ঢুকে থাকে। এবার দক্ষিণের এই রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে ২৯ মে। পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে ১ জুন দেশে বর্ষা ঢুকেছে দু’বার। ২০১৪, ২০১৫, ২০১৬ এবং ২০১৯ সালে দেশে বর্ষা প্রায় এক সপ্তাহ বিলম্বে ঢুকেছে। আর ২০১৭ ও ২০১৮ সালে মে মাসেই বর্ষা চলে এসেছিল। ২০১৮ সালে ২৯ মে বর্ষা ঢুকেছিল দেশে।
উত্তরবঙ্গ দিয়েই বাংলায় বর্ষার প্রবেশ ঘটে। তারপর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটে।