রাজ্যের স্কুলগুলিতে কি গরমের ছুটি আরও বাড়তে চলেছে? সোমবার আদালতে রাজ্য সরকারের আইনজীবী যে বক্তব্য পেশ করেছেন, তাতে সেই সম্ভাবনা তৈরি হয়েছে। স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ছে কি না, হাইকোর্টের এই প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গিয়েছেন সরকারি আইনজীবী। মামলার শুনানির সময় তিনি বলেন, সবকিছু নির্ভর করছে আবহাওয়া পরিস্থিতির ওপর।
২৭ জুন থেকে রাজ্যের স্কুলগুলিতে পঠনপাঠন শুরুর ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি সরকারি আইনজীবী। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে গরমের ছুটি সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানির সময় মামলাকারীর আইনজীবী বলেন, “রাজ্যে বর্ষা এসে গিয়েছে। এখন আবহাওয়াও মনোরম রয়েছে। তাই এখন গরমের ছুটি চালিয়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই। আদালত এখনই স্কুল খোলার নির্দেশ দিক।” রাজ্যের আইনজীবী পাল্টা বলেন, গরমের ছুটি দীর্ঘায়িত করার বিজ্ঞপ্তি জারির সময় রাজ্যে চরম অস্বস্তিকর আবহাওয়া ছিল।
এর পর প্রধান বিচারপতি সরকারি আইনজীবীর কাছে জানতে চান, গরমের ছুটি কি আরও বাড়ানোর কোনও পরিকল্পনা রয়েছে? এই প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী বলেন,সবকিছুই নির্ভর করছে আবহাওয়া পরিস্থিতির ওপর।
গত ২ মে থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি চলছে। ১৬ জুন স্কুল খোলার কথা ছিল। কিন্তু অস্বস্তিকর গরমের কারণে ২৬ জুন পর্যন্ত ছুটির মেয়াদ বাড়িয়ে দেয় রাজ্য সরকার।