পরিবহন মন্ত্রীর দায়িত্ব থেকে ফিরহাদ হাকিমকে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের পর পরিবহন দফতরের দায়িত্বভার পেয়েছেন স্নেহাশিস চক্রবর্তী। রাজ্যে সরকারি পরিবহন ব্যবস্থার এখন শোচনীয় অবস্থা। রাস্তা থেকে কার্যত উধাও হয়ে গিয়েছে সরকারি বাস। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও সরকারি বাসের দেখা মেলে না। দিনের ব্যস্ত সময়েও ব্যতিক্রম হয় না। প্রশ্ন উঠেছে নতুন মন্ত্রী কি বেহাল গণ পরিবহনের এই ছবি বদলাতে পারবেন?
বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, “আগের পরিবহন মন্ত্রীর যে সব কাজ বকেয়া রয়েছে, আগে সেগুলি শেষ করবেন। তারপর নতুন কাজে হাত দেবেন। ববি হাকিম মন্ত্রী থাকার সময় বাসের ভাড়া বাড়াননি। কিন্তু বেসরকারি বাস মালিকরা নিজেদের মত করে ভাড়া বাড়িয়ে নিয়েছেন। নিজেদের খেয়ালখুশিমত তাঁরা যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছেন। নতুন মন্ত্রীও জানাচ্ছেন, তিনি ভাড়া বাড়ানোর পক্ষপাতী নন। কিন্তু বেসরকারি বাসের জুলুমবাজি নিয়েও তিনি কিছু বলেননি। এ নিয়ে যাত্রীদের একাংশের বক্তব্য, পেট্রোল-ডিজেলের দাম যেভাবে বেড়েছে, তাতে ভাড়াবৃদ্ধির দাবি অযৌক্তিক নয়। কিন্তু মালিকরা যেভাবে ভাড়া নিচ্ছেন, তাও মেনে সম্ভব নয়। তাই পরিবহন দফতর নীরব না থেকে ভাড়ার হার ঠিক করে দিক, এমনটিই চাইছেন যাত্রীরা।
স্নেহাশিসবাবু বলেছেন, “ডিজেলের দাম ভয়ঙ্করভাবে বেড়ে গেলেও, আমরা এখনই গণপরিবহনের ভাড়া বাড়াতে চাই না। আমরা বিকল্প ব্যবস্থার পথের কথা ভাবছি। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সমস্যা হচ্ছে ঠিকই। তবে সিএনজি এবং ব্যাটারিচালিত বাস বেশি সংখ্যায় পথে নেমে গেলে সেই সমস্যা থাকবে না।”
তিনি জানান, “পরিবহন দফতরে দুর্নীতি এবং দালাল রাজ দূর করতে আগামিকাল অথবা পরশু থেকে আমি জেলায় জেলায় পরিবহন দফতরের অফিস পরিদর্শনে যাব।