সাহিত্যিক বিমল করের জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতায় সাহিত্য অ্যাকাডেমির পূর্বাঞ্চলীয় কার্যালয়ে ২৬ জুন এক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে সাহিত্য অ্যাকাডেমির সচিব ড. কে শ্রীনিবাস রাও বলেন, “সাধারণ মানুষের ছোট ছোট দুঃখ, কষ্ট, আনন্দকে অনুভব করেছিলেন বিমল কর।”
বিমল করের বিপুল জনপ্রিয়তা ও ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেন সাহিত্য অ্যাকাডেমির উপদেষ্টা পর্ষদের আহ্বায়ক সুবোধ সরকার। তাঁর কথায়, “সারা জীবন তিনি নানা ধরনের মানুষের সঙ্গে মিশেছেন। একেবারে মাটির মানুষ ছিলেন তিনি।”
বিশিষ্ট সাহিত্যিক ও বাংলা অ্যাকাডেমির ফেলো শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, “তাঁর লেখায় ঘটনার ঘনঘটার বদলে দেখা যায়, অন্তঃসলিলা আবেগের প্রকাশ। বাংলা সাহিত্যে কথনের রীতিতে পরিবর্তন এনেছিলেন বিমল কর।”
অনুষ্ঠানে বিমল করের জীবনী নিয়ে দেবারতি বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
আলোচনা চক্রে সঞ্চালকের ভূমিকায় ছিলেন সাহিত্য অ্যাকাডেমির পূর্বাঞ্চলীয় শাখার সচিব ড. দেবেন্দ্র কুমার দেবেশ এবং কার্যক্রম আধিকারিক ড. মিহির কুমার সাহু।