কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত ৩ বছরের মধ্যে অতিরিক্ত ৭৫ লক্ষ এলপিজি সংযোগের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এই প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০.৩৫ কোটিতে।
২০১৬’তে ৬১.৯ শতাংশ সুবিধাভোগীকে এর আওতায় আনা হয়েছিল। বর্তমানে প্রায় সব সুবিধাভোগীর কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে গিয়েছে।
দারিদ্র সীমার নীচে থাকা পরিবারগুলির মহিলাদের, বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ার জন্য ২০১৬ সালের মে মাসে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’ চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রান্নার জন্য কাঠ, কয়লা, ঘুটে ইত্যাদি ব্যবহারের ফলে যে স্বাস্থ্যগত সমস্যা হত, তার মোকাবিলায় দরিদ্র পরিবারগুলি যাতে এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে পারে, সেই লক্ষ্যেই এই প্রকল্প শুরু করা হয়েছিল। শুধু বিনামূল্যে এলপিজি সংযোগই নয়, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের প্রতি বছর ১২টি করে ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে সকলের জন্য গৃহস্থালীর এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি ঘোষণার পর, উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের সিলিন্ডার প্রতি ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে ৪০০ টাকায়। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, উজ্জ্বলা প্রকল্পের অধীনে এই অতিরিক্ত ৭৫ লক্ষ এলপিজি সংযোগের ফলে, এই প্রকল্পের আওতায় মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০.৩৫ কোটি।