নতুন পেনশন প্রকল্প বা ইউনিফায়েড পেনশন স্কিমে অনুমোদন দিল কেন্দ্র। এর উল্লেখযোগ্য দিকগুলি হল:
১) কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ১০ বছর চাকরি করলে প্রতি মাসে ন্যূনতম ১০,০০০ টাকা করে পেনশন পাবেন। নতুন ‘ইউনিফায়েড পেনশন স্কিম’ অনুযায়ী, ‘ন্যূনতম ১০ বছরের চাকরির পরে নিশ্চিত ন্যূনতম পেনশন হিসেবে মাসিক ১০,০০০ টাকা মিলবে।
২) ইউনিফায়েড পেনশন স্কিমের আওতায় ৫০ শতাংশ নিশ্চিত পেনশন পাওয়া যাবে। যাঁরা ২৫ বছর চাকরি করার পরে অবসর গ্রহণ করছেন, তাঁরা সেই সুবিধা পাবেন। নিয়ম অনুযায়ী, চাকরি জীবনের শেষ ১২ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে বেসিক স্যালারি পেয়েছেন, সেটার গড় করা হবে। নিশ্চিতভাবে সেটার ৫০ শতাংশ পেনশন মিলবে।
৩) ফ্যামিলি বা পারিবারিক পেনশনের ক্ষেত্রেও নিশ্চিতভাবে ৬০ শতাংশ পেনশন পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মৃত্যু হলে, তাঁর পরিবারের সদস্য নিশ্চিতভাবে ৬০ শতাংশ পেনশন পাবেন।
ইউনিফায়েড পেনশন স্কিমের আওতায় অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিয়ারনেস রিলিফ পাবেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী ডিয়ারনেস রিলিফ পাবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সেজন্য আলাদা করে কোনও কমিটি গঠনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন ক্যাবিনেট সেক্রেটারি টিভি সোমানাথন।
আরও কী কী সুবিধা পাবেন? অবসরের পরে গ্র্যাচুইটির পাশাপাশি একলপ্তে টাকা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। প্রতি ছয় মাস কাজের জন্য মাসিক ভাতার (বেতন এবং ডিয়ারনেস অ্যালোওয়েন্স) দশ ভাগের এক ভাগ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, সেই অর্থের ফলে নিশ্চিত বেতনের উপরে কোনও প্রভাব পড়বে না।
ন্যাশনাল পেনশন স্কিমে (NPS) ১৪ শতাংশ ‘কন্ট্রিবিউশন’ থাকে কেন্দ্রীয় সরকারের। ইউনিফায়েড পেনশন স্কিম বা অভিন্ন পেনশন স্কিমের সেই অঙ্কটা বেড়ে ১৮.৫ শতাংশ হবে বলে জানিয়েছেন ক্যাবিনেট সেক্রেটারি।