সল্টলেকের সাই ক্যাম্পাসে অনুষ্ঠিত “CISCE National Pre-Subroto Cup” টুর্নামেন্টে জয়ী হল ওড়িশার রৌরকেলার সেন্ট পলস স্কুল। শনিবার ফাইনালে তারা হারিয়ে দিয়েছে বোম্বে স্কটিশ স্কুলকে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন ফুটবল তারকা গৌতম সরকার, CISCE-র মুখ্য কার্যনির্বাহী ও সচিব গ্যারি আরাথুন (Gerry Station) এবং অর্থ, ক্রীড়ার উপসচিব অরিজিৎ বসু।
এবার টুর্নামেন্টে অংশ নিয়েছিল বিভিন্ন রাজ্যের ১২টি স্কুল। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE))-এর অধীন স্কুলগুলির মধ্যে সেরা স্কুল টিমকে এই প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হয়। পশ্চিমবঙ্গ ছাড়াও এবার এই টুর্নামেন্টে যোগ দিয়েছিল তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, কেরালা, বিহার ও ঝাড়খণ্ড এবং উত্তরাখন্ড, ওড়িশা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্রের বিভিন্ন স্কুল।