শতভিষা দত্ত, কলকাতা: সল্টলেকের সাই ক্যাম্পাসে সূচনা হল “CISCE National Pre-Subroto Cup” টুর্নামেন্টের। বুধবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সৈয়দ রহিম নবি। টুর্নামেন্ট চলবে ৩০ জুলাই পর্যন্ত। এতে অংশ নিচ্ছে বিভিন্ন রাজ্যের ১২টি স্কুল।
কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE))-এর অধীন স্কুলগুলির মধ্যে সেরা স্কুল টিমকে এই প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হবে। করোনার কারণে গত ২ বছর ধরে এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হতে পারেনি। পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, কেরালা, বিহার ও ঝাড়খণ্ড এবং উত্তরাখন্ড, ওড়িশা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র যোগ দিয়েছে।
ভারতের প্রথম এয়ার চিফ মার্শাল প্রয়াত সুব্রত মুখার্জির নামে এই ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়েছিল। বিদ্যালয় স্তরের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের ৩৪ হাজার স্কুল।
অনুষ্ঠানে রহিম নবি বলেন, সুব্রত কাপে খেলার সুবাদেই তিনি জাতীয় স্তরে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। শুধু রহিম নবি নন, শ্যাম থাপা থেকে শুরু করে বাইচুং ভুটিয়া সহ বহু ফুটবল তারকা সুব্রত কাপের হাত ধরেই দেশের মুখ উজ্জ্বল করেছেন।