ব্যবসায়িক সাফল্যের সূত্র ধরে এবার বাজারে আইপিও ছাড়ছে “Cool Caps Industries Limited”. বৃহস্পতিবার কলকাতায় আইপিও ছাড়ার কথা ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রাজীব গোয়েঙ্কা। তিনি জানান, এই আইপিও-র মাধ্যমে বাজার থেকে ১১.৬২ কোটি টাকার কার্যকরী মূলধন তোলাই তাঁদের লক্ষ্য।
আগামী ১০ মার্চ আইপিও ছাড়া হবে এবং তা বন্ধ হবে ১৫ মার্চ। মূলত প্লাস্টিক বোতলের ক্যাপ তৈরির সঙ্গে যুক্ত Cool Caps সংস্থার পথ চলা শুরু হয়েছিল ২০১৫তে। বর্তমানে দেশের প্রথম সারির বেশ কয়েকটি পানীয় জল সংস্থার বোতলের ছিপি বা ক্যাপ সরবরাহ করে থাকে এই কোম্পানি।
রাজীব গোয়েঙ্কা বলেন, গুণগত মানের কারণেই তাঁরা দেশের প্রথম সারির অনেক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন। গত ৩ বছরে তাঁদের লাভের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেন তিনি।
সংস্থার কারখানাটি রয়েছে হাওড়ার রানিহাটিতে। এছাড়া উত্তরাখণ্ডের কোটদ্বার এবং আসামে আরও দুটি কারখানা গড়ে তোলা হচ্ছে। সংস্থার সদর কার্যালয় রয়েছে কলকাতায়। করোনা পরিস্থিতিতে N95 মাস্ক তৈরির কাজেও হাত দিয়েছে এই কোম্পানি। এজন্য হাওড়ায় সংস্থার একটি নতুন ইউনিটও গড়ে তোলা হয়েছে।