হোমPlot1ফের করোনার থাবা? এশিয়ার একাধিক দেশে হানা, মৃত্যু, মুম্বইয়েও আক্রান্তের খোঁজ

ফের করোনার থাবা? এশিয়ার একাধিক দেশে হানা, মৃত্যু, মুম্বইয়েও আক্রান্তের খোঁজ

ফের করোনার থাবা? এশিয়ার একাধিক দেশে হানা, মৃত্যু, মুম্বইয়েও আক্রান্তের খোঁজ

আবার কি আগ্রাসী চেহারায় ফিরতে চলেছে করোনা? বিশ্বের একাধিক দেশে ফের থাবা বসিয়েছে কোভিড ১৯। তথ্য অনুযায়ী, ৩ মে পর্যন্ত সিঙ্গাপুরে ১৪,২০০ জন সংক্রমণের কবলে পড়েছেন। হংকংয়ে ইতিমধ্যে করোনায় ৩১ জনের মৃত্যু হয়েছে।

উদ্বেগ তৈরি হয়েছে ভারতেও। মুম্বইয়ে এক করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, ওই রোগীর সংক্রমণ খুব একটা গুরুতর নয়।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, বর্তমানে দেশে ৯৩ জন  সক্রিয় কোভিড রোগী রয়েছেন। বিষয়টি নিয়ে খুব বেশি উদ্বেগের কারণ নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বৃহন্নমুম্বই পুরসভার এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, প্রতি মাসেই তাঁরা ৭-৯টি করোনা কেস পেয়ে থাকেন। মুম্বইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে ২ জন করোনা রোগীর খোঁজ মিলেছে। এঁদের একজন সম্প্রতি লন্ডন থেকে ফিরেছেন।

তবে সিঙ্গাপুর ও হংকংয়ের করোনা সংক্রমণ বিশেষজ্ঞদের ভাবাচ্ছে। সিঙ্গাপুর সরকার জারি করেছে সতর্কতা। সিঙ্গাপুরে গত বছরের তুলনায় করোনা সংক্রমণের হার ২৮ শতাংশ বেড়েছে।

‘ব্লুমবার্গ’-এর এক প্রতিবেদন অনুযায়ী, এশিয়ায় করোনার এই নতুন ছড়িয়ে পড়া ভাইরাসের এক নতুন ঢেউয়ের কারণে হতে পারে। চিনে এর সংক্রমণ গত গ্রীষ্মকাল থেকে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর থাইল্যান্ডে এপ্রিল মাসে হওয়া সংক্রমণ উৎসবের পর থেকেই বাড়তে শুরু করেছে।

সিঙ্গাপুরে বর্তমানে LF.7 এবং NB.1.8 নামের দুটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এই দুটি ভ্যারিয়েন্ট JN.1 স্ট্রেইনের সঙ্গে সম্পর্কিত। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এই দুটি ভ্যারিয়েন্টই মোট সংক্রমণের দুই-তৃতীয়াংশেরও বেশি দায়ী। 

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img