বঙ্গোপসাগরের নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় ‘মন্থা’র যা অভিমুখ, তাতে পশ্চিমবঙ্গের ওপর বড়সড় কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে অবস্থানরত গভীর নিম্নচাপটি রবিবারের মধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।
সোমবার সকালের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে তা ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। মঙ্গলবার সকালের মধ্যে আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা বা রাতের দিকে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্য দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল পার করার সময় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার।
পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ঘূর্ণিঝড়ের প্রভাব:
১) রবিবার দক্ষিণবঙ্গের সব জেলা, অর্থাৎ, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে।
২) সোমবার দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে।
৩) মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে। বাকি জেলাগুলির কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা।
৪) বুধবার দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া. ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানের একাংশে ভারী বৃষ্টি হতে পারে।
বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই দু’দিনই দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা।
৫) শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
১) রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে।
২) মঙ্গলবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
৩) বুধবার মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
৪) বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে মালদা, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা।
৫) শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ভারী বৃষ্টি হতে পারে। বাকি ছ’টি জেলার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।



