হোমঅন্যান্যমিডিয়ার রটনা

মিডিয়ার রটনা

মিডিয়ার রটনা

দীপ মুখোপাধ্যায়
বলো কারা বারবার বদলায় জার্সি
ভাষণটা হিব্রুতে?নাকি ঠেঁট ফারসি?
কেউ ধুতি পাঞ্জাবি কেউ পরে ফতুয়া
কার স্তোকবাক্যে তাঁবে থাকে মতুয়া?
যত স্ক্যাম তত ঘ্যাম থাকে বুক ফুলিয়ে
আমরাও ‘ঘেঁটে ঘ’ সব যায় গুলিয়ে
গ্রামে-গঞ্জতে কারা ছড়ায় আতঙ্ক
বুঝিনা দাবার চাল সুকঠিন অঙ্ক।
কাকে ছেড়ে বলো ভাই কাকে আমি দুষবো
অতএব চুপচাপ অঙ্গুলি চুষবো
ভোট মানে একগাদা ভুলভাল ঘটনা
গোবেচারা লোকে ভাবে মিডিয়ার রটনা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img