হোমঅন্যান্যডন বসকো স্কুলে E-Sports প্রতিযোগিতায় নজরকাড়া লড়াই

ডন বসকো স্কুলে E-Sports প্রতিযোগিতায় নজরকাড়া লড়াই

ডন বসকো স্কুলে E-Sports প্রতিযোগিতায় নজরকাড়া লড়াই

বর্তমান বিশ্বে ড্রোন, চালকহীন গাড়ি, রোবোটিক্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি  স্টিম (S.T.E.A.M) প্রযুক্তিতে দক্ষ পেশাদারদের চাহিদাও বাড়ছে। এক্ষেত্রে বিশেষ গুরুত্ব  দেওয়া  হচ্ছে  E-Sports বা ই-ক্রীড়াকে। শনিবার (৪ মে) পার্ক সার্কাসের ডন  বস্কো  স্কুলে হয়ে গেলো ISR LIFE, USA  আয়োজিত ‘দ্য ভিঞ্চি সকারবট চ্যাম্পিয়নশিপে’র চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় জয়ী হয়েছে টাইটান নাইটস এবং রানার্সআপ দল হল ইস্টার্ন চ্যালেঞ্জার্স। প্রি-কোয়ালিফাইং স্তরে ১০টি দলের মধ্যে লড়াইয়ের পর  ফাইনালে ২টি দলপরস্পরের মুখোমুখি হয়। ডন বসকো স্কুলের অধ্যক্ষ ফাদার বিকাশ মন্ডলের সুদূরপ্রসারী চিন্তার ফলশ্রুতি হিসেবে স্টিম প্রশিক্ষণের সূচনা হয় ২০২৩-এ।

ISR LIFE- এর প্রতিষ্ঠাতা এবং সিইও ড: জর্জ পানিকার বলেন, বর্তমানে স্টিম প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যবহারিক অভিজ্ঞতা, উদ্ভাবনী শক্তি, গবেষণামূলক ও  ক্রীড়াভিত্তিক শিক্ষার প্রতি দৃষ্টি দেওয়া প্রয়োজন। তাঁর কথায়, “স্টিম প্রশিক্ষণের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রযুক্তিগত উন্নয়নে এগিয়ে যেতে সাহায্য করি, যার সঙ্গে যুক্ত রয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ড্রোন, অগমেন্টেড রিয়েলিটি, IoT, 3D প্রিন্টিং ইত্যাদি নানান প্রযুক্তি।”

২০২৩ সাল থেকে ISR LIFE ডন বসকো  স্কুলে স্টিম প্রশিক্ষণ বাস্তবায়িত করে চলেছে। এর উদ্দেশ্য হল, ছাত্রছাত্রীদের মধ্যে দলগত ঐক্য, উদ্ভাবনীশক্তি, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং কৌশলী বিদ্যার উন্মেষ  ঘটানো। গত কয়েক বছরে ভারতে স্টিম প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদারদের চাহিদা প্রায় ৫০% বেড়েছে।পরিসংখ্যান অনুযায়ী, আগামী দশকে ৮০% কর্মসংস্থান নির্ভর করবে স্টিম শিক্ষাপ্রাপ্ত পেশাদারদের উপর।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img