হোমPlot1কালীপুজোয় বারাসত-নৈহাটিতে ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের

কালীপুজোয় বারাসত-নৈহাটিতে ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের

কালীপুজোয় বারাসত-নৈহাটিতে ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের

কালীপুজো উপলক্ষে যাত্রী সুরক্ষা ও ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পূর্ব রেলের শিয়ালদহ শাখা। উৎসবের মরশুমের যাত্রীদের বাড়তি চাপের মোকাবিলায় বিশেষ মেল/এক্সপ্রেস ট্রেন ছাড়াও শিয়ালদহ বিশেষ ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালীপুজোর সময় নৈহাটি এবং বারাসতে ভিড় করেন রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রচুর সংখ্যক মানুষ। তাঁদের সুরক্ষায় রেলের পক্ষ থেকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কালীপুজোর সময় নৈহাটি ও বারাসতে বিপুল সংখ্যক ভক্ত সমাগমের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে সর্বাধিক সংখ্যক আরপিএফ কর্মী মোতায়েন করা হয়েছে।

শিয়ালদহের সিনিয়র ডিএসসি মনোজ কুমারের নেতৃত্বে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) যাত্রীদের সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। যাত্রী সুরক্ষা, ভিড় নিয়ন্ত্রণ এবং টিকিট পরীক্ষায় সহায়তা সহ বিভিন্ন কাজকর্মের জন্য অতিরিক্ত কর্মী নিযুক্ত করা হয়েছে । সমস্ত স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার এবং স্বয়ংক্রিয় টিকিট বিক্রয় যন্ত্র (এটিভিএম) সম্পূর্ণ কার্যকরী রয়েছে।

প্ল্যাটফর্ম এবং প্রবেশদ্বারে ব্যারিকেডিং করা হয়েছে ভিড় নিয়ন্ত্রণের জন্য। সেইসঙ্গে স্টেশন এলাকায় সর্বক্ষণের নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য হেল্প ডেস্ক বসানো হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য ডাক্তার এবং প্যারামেডিক্যাল কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। তৈরি রাখা হয়েছে জরুরি পরিস্থিতির  মোকাবিলায় দমকলের বিশেষ দলকেও।

পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের ডিআরএম দীপক নিগম,  যাত্রীদের কাছে বৈধ টিকিট নিয়ে ট্রেন সফর এবং আরপিএফ কর্মীদের নির্দেশাবলী মেনে চলার আর্জি জানিয়েছেন। তিনি বলেন, যাত্রীদের সুরক্ষা ও অন্যান্য সুবিধা সুনিশ্চিত করতে রেল অঙ্গীকারবদ্ধ।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img