মধ্যপ্রদেশে কর্মসংস্থান কেন্দ্রের মাধ্যমে ২০২০ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত চাকরি পেয়েছেন মাত্র ২১ জন। ওই রাজ্যে এখন রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা ৩৯ লক্ষ।
বিধানসভায় এক প্রশ্নের উত্তরে এই তথ্য দিয়েছে বিজেপি সরকার। অঙ্ক বলছে, যদি কর্মসংস্থান কেন্দ্র চালানোর হিসেব ধরা হয়, তবে এক একজন কর্মী নিয়োগের জন্য সরকারের খরচ হয়েছে ৮০ লক্ষ টাকা।
মধ্যপ্রদেশের ৫২টি জেলায় ছড়িয়ে থাকা কর্মসংস্থান অফিস চালাতে ২০২০ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত খরচ হয়েছে ১৬ কোটি ৭৪ লক্ষ টাকা।
মধ্যপ্রদেশে বর্তমানে কর্মসংস্থান অফিসে নথিভুক্ত শিক্ষিত বেকারের সংখ্যা ৩৭, ৮০, ৬৭৯ জন এবং অশিক্ষিত বেকারের সংখ্যা ১,১২, ৪৭০ জন। কিন্তু এর মধ্যে বিভিন্ন সরকারি অফিসে গত ৩ বছরে চাকরি পেয়েছেন মাত্র ২১ জন। এ বছরের শেষদিকে বিজেপি শাসিত এই রাজ্যে ভোট হওয়ার কথা।
গত ফেব্রুয়ারিতে ভূমি রাজস্ব দফতরে ৬ হাজার পদের জন্য আবেদন জমা পড়েছিল ১২ লক্ষ। আবেদনকারীদের মধ্যে অনেক ইঞ্জিনিয়ার এবং পিএইচডি ডিগ্রিধারীও ছিলেন।