ফেসবুকে উল্লেখযোগ্য পরিবর্তন। এখন থেকে চাইলেই আর প্রতিক্রিয়া দেখা যাবে না। আপনার পোস্ট, ছবি বা মন্তব্য নিয়ে কারা, কী প্রতিক্রিয়া দিলেন, তা আপনি আগে যেভাবে দেখতে পেতেন, এখন আর তা পাবেন না। এই সুবিধা বন্ধ করে দিয়েছে ফেসবুক।
মোট কতজন প্রতিক্রিয়া জানিয়েছেন, তা অবশ্য আপনি জানতে পারবেন। তবে কখনও কখনও এক, দুই জনের নাম হয়তো আপনি জানতে পারবেন।
হাসি, ভালোবাসা, পছন্দ, রাগ, স্নেহ ও বিস্ময়, এতদিন পর্যন্ত এই ৬ ধরনের ইমোজি ব্যবহার করে ফেসবুকে প্রতিক্রিয়া জানানো যেত।
ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ নতুন এই ব্যবস্থায় বেজায় অসন্তুষ্ট। আবার কেউ কেউ বেশ খুশি। তাঁদের মতে, কারও পোস্টে এমন প্রতিক্রিয়া দেওয়া যাবে, যা কেউ বুঝতেই পারবেন না। তবে এই ব্যবস্থা এখন শুধু ফোনেই এসেছে। ডেস্কটপে অবশ্য আগের মতোই সবার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।