এস এম ঘোষ: গঙ্গায় ডলফিন ক্রমশ বিপন্ন প্রজাতি হয়ে উঠছে। এর অন্যতম কারণ হতে পারে, গঙ্গা নদীতে Cruise ট্র্যাফিকের সংখ্যা বৃদ্ধি। এই ডলফিনদের বাঁচাতে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক (MoEFCC) এবং ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের (IWAI) সক্রিয় ভূমিকা পালন করা উচিত।
Cruise ট্র্যাফিক নিয়ন্ত্রণ: Cruise-এর সংখ্যা এবং গতি নিয়ন্ত্রণ করার জন্য বর্তমানে যে নিয়মনীতি সব চালু রয়েছে, সেগুলি যথার্থভাবে কার্যকর করলে, ডলফিনের অস্তিত্ব রক্ষায় তা সহায়ক হতে পারে।
আবাসস্থল সুরক্ষা : সঙ্গমের জন্য ডলফিনের আবাসস্থল রক্ষা করলে, এর সংরক্ষণে তা সহায়ক হতে পারে।
সুস্থায়ী পর্যটন: পর্যটনের প্রসার ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিক সুবিধা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। ভারত সরকার “গঙ্গা অ্যাকশন প্ল্যান” এবং “জাতীয় গঙ্গা নদী অববাহিকা কর্তৃপক্ষ” গঙ্গা নদীর ডলফিন সংরক্ষণের জন্য উদ্যোগ শুরু করেছে। সংরক্ষণ প্রচেষ্টায় স্থানীয় সম্প্রদায়, এনজিও এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে সহযোগিতাও জড়িত থাকতে পারে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের গঙ্গা নদীর ডলফিনের উপর ক্রুজ ট্র্যাফিকের প্রভাব মোকাবেলায় এবং এই বিপন্ন প্রজাতি সংরক্ষণের জন্য ব্যবস্থা বাস্তবায়নের জন্য একসাথে কাজ করা উচিত।
(লেখক একজন পরিবেশবিদ)