গ্যাসেও প্রতারণার শিকার হতে পারেন গ্রাহকরা। এ নিয়ে সতর্ক বার্তা দিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের ডিসিপি সাইবার ক্রাইমের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এই সতর্কবার্তা পোস্ট করা হয়েছে।
তাতে বলা হয়েছে, “গ্যাস ডিলারের নামে আসা ভুয়ো কলগুলি থেকে সাবধান। নিজেদের গ্যাস এজেন্ট পরিচয় দিয়ে স্ক্যামাররা আপনার নম্বরে ফোন করে সরকার থেকে পাওয়া ভুয়ো সাবসিডির প্রলোভন দেখিয়ে আপনার সর্বস্ব হাতিয়ে নিতে পারে।”
ভর্তুকি দেওয়ার নাম করে এই ধরনের ফোন আসতে পারে বলে মনে করছে কলকাতা পুলিশ। আর সেই ফাঁদে পা দিলেই অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। তাই গ্রাহকদের সবরকমভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।
কীভাবে আপনি প্রতারণার শিকার হতে পারেন? পুলিশ জানাচ্ছে, গ্যাস ডিলারের নাম করে আপনার কাছে ফোন আসতে পারে। কিন্তু ফোনের ওপারে যিনি রয়েছেন, তিনি গ্যাস ডিলারই নন। ভর্তুকি দেওয়ার নাম করে আপনার ফোনে আসতে পারে লিঙ্ক। আর সেই লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিলেই আপনার অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে প্রতারকরা।
কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন সোস্যাল সাইট থেকে হ্যাকাররা প্রয়োজনীয় নথি জোগাড় করে ফেলে। ফোন নম্বর, জন্ম তারিখ সব ওই সোস্যাল সাইট থেকে পেয়ে যায় প্রতারকরা। এরপর শুরু হয় অপারেশন। এরপর এই তথ্যগুলি পাওয়ার পরে ওই হ্যাকাররা ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়া, ইমেল অ্যাকাউন্টের উপর হামলা করে। সে কারণে পুলিশের পক্ষ থেকে এনিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।