হোমরাজ্যআন্দোলনের নামে নাটক, বিজেপিকে তীব্র আক্রমণ হিন্দু মহাসভার

আন্দোলনের নামে নাটক, বিজেপিকে তীব্র আক্রমণ হিন্দু মহাসভার

আন্দোলনের নামে নাটক, বিজেপিকে তীব্র আক্রমণ হিন্দু মহাসভার

রামপুরহাটের বগটুই থেকে কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের হত্যার ঘটনা, বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করল অখিল ভারত হিন্দু মহাসভা। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এই রাজ্যে সংগঠনের কার্যকরী সভাপতি চন্দ্রচূড় গোস্বামী ও রাজ্য সভাপতি মহন্ত স্বামী সুন্দর গিরি মহারাজ বলেন, “প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি তার ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। আন্দোলনের নামে নৈরাজ্য তৈরি না করে বিজেপির উচিত গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করা।”

বগটুইয়ের ঘটনায় দল বেঁধে বিজেপি বিধায়কদের সেখানে যাওয়া নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। একে লোকদেখানো নাটক বলে তাঁরা মন্তব্য করেন।

হিন্দু মহাসভার দুই নেতা বলেন, ১৯৯০-এ কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের হত্যাকাণ্ড যখন সংগঠিত হয়, তখন কেন্দ্রে ভি পি সিং সরকারের সহযোগী দল ছিল বিজেপি। অথচ সেসময় এই দল কিছুই করেনি বলে তাঁরা অভিযোগ করেন।

কংগ্রেস-মুক্ত ভারতের যে স্লোগান বিজেপি তুলেছে, তারও সমালোচনা করেছে হিন্দু মহাসভা। স্বাস্থ্যকর গণতন্ত্রে শক্তিশালী বিরোধী পক্ষ থাকাও জরুরি বলে মন্তব্য করেছেন সংগঠনের দুই নেতা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img