হোমPlot1Voter Card: মোবাইল থেকে কীভাবে তৎক্ষণাৎ মিলবে কার্ড, জেনে নিন

Voter Card: মোবাইল থেকে কীভাবে তৎক্ষণাৎ মিলবে কার্ড, জেনে নিন

Voter Card: মোবাইল থেকে কীভাবে তৎক্ষণাৎ মিলবে কার্ড, জেনে নিন

ভোটার কার্ডের জন্য ছোটাছুটি নয়, অনলাইনেই ভোটার কার্ড ডাউনলোড করে নিজেই বানিয়ে নিতে পারেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে পাসপোর্ট তৈরি, সব ক্ষেত্রেই ভোটার কার্ডের প্রয়োজন হয়। ভোটার কার্ডের জন্য এখন আর লাইনে দাঁড়াতে হবে না। প্রযুক্তির সাহায্যে এখন এই কার্ড তৈরি একেবারে সহজ হয়ে গিয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এপিক পোর্টাল চালু করা হয়েছে, যেখান থেকে ভোটার কার্ড ডিজিটাল ফর্ম্যাটে ডাউনলোড করা সম্ভব। এই কার্ডকে ই-এপিক কার্ড (e-EPIC Card)-ও বলা হয়, যা পিডিএফ ফর্ম্যাটে পাওয়া যায়। এটি  মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে সেভ করে রাখতে পারেন।

EPIC পোর্টাল থেকে যেভাবে ভোটার কার্ড ডাউনলোড করা যেতে পারে:
প্রথমে EPIC Portal-এ যেতে হবে। EPIC Portal (https://voterportal.eci.gov.in/ ) বা NVSP Portal (https://www.nvsp.in/ )-এ যেতে হবে। যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে, তাহলে মোবাইল নম্বর/ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে। নতুনদের রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য মোবাইল নম্বরের মাধ্যমে ওটিপি ভেরিফাই করতে হবে।

এরপর e-EPIC Download অপশন নির্বাচন করতে হবে।  লগইন করার পরে ড্যাশবোর্ডে ‘Download e-EPIC’-র অপশনে গিয়ে ক্লিক করতে হবে।  আপনার ভোটার কার্ডে লেখা এপিক নম্বর (১০ অঙ্কের ইউনিক নম্বর) এখানে দিন। যদি এপিক নম্বর মনে না থাকে, তাহলে রেফারেন্স আইডিও ব্যবহার করা যেতে পারে।

পরবর্তী পর্যায়ে ওটিপি ভেরিফিকেশন করতে হবে।  মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফিকেশনের পরে আপনার ই-এপিক কার্ডের পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড হয়ে যাবে। আপনি এটি প্রিন্ট করাতে পারেন বা ডিজিটাল ফর্ম্যাটে ব্যবহার করতে পারেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img