উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে আশ্চর্যজনক ফল। মেধা তালিকা দেখে রীতিমতো বিস্মিত শিক্ষাবিদ থেকে রাজ্যের সাধারণ মানুষ। প্রথম দশের মধ্যে রয়েছেন ২৭২ জন। আর এর মধ্যে মাত্র তিনটি স্কুল থেকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন ৪০ জন পরীক্ষার্থী। শুধু তা-ই নয়, পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তন থেকেই প্রথম দশে রয়েছেন ২২ জন পড়ুয়া। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাসে এমন বিস্ময়কর ফল অতীতে কখনও হয়নি। বিভিন্ন মহল থেকে পরীক্ষা পদ্ধতি নিয়েই প্রশ্ন তোলা হয়েছে।
এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটার শনিদেবী জৈন হাই স্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮। এই স্কুল থেকে মেধাতালিকায় রয়েছেন আরও ৯ জন। তাঁরা চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম এবং দশম স্থান দখল করেছেন।
শনিদেবী এবং পশ্চিম মেদিনীপুরের নটেশ্বরী স্কুলের পাশাপাশি নজরকাড়া রেজাল্ট করেছেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার আদর্শ বিদ্যামন্দিরের পড়ুয়ারাও। এবারের মেধা তালিকায় প্রথম দশের মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের ৮ জন পড়ুয়া রয়েছেন। ৪৯৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান রয়েছেন এই স্কুলের সায়নদীপ সামন্ত। এছাড়াও তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম স্থান পেয়েছেন আরও ২১ জন।