৩২ বছর পর গাব্বায় অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় ক্রিকেট দল। সেইসঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপের লিগ তালিকায় শীর্ষে চলে এল ভারত। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়েও অজিদের পিছনে ফেলে দুই নম্বরে উঠে এসেছে ভারতীয় দল। এক নম্বরে রয়েছে নিউজিল্যান্ড।
১৩ ম্যাচে ৯টি টেস্টে জয় পেয়েছে ভারত। পয়েন্ট ৪৩০। ভারতের কাছে হারের ফলে অস্ট্রেলিয়ার ফাইনালে পৌঁছনো কঠিন হয়ে পড়ল বলেই মনে করা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ২-০ সিরিজ জিতলেই ফাইনালে পৌঁছে যাবে ভারত। সিরিজে একটি ম্যাচে হারলে জিততে হবে ৩-১। শেষ ৮ বছরে ঘরের মাঠে ৩৪টি টেস্ট খেলে মাত্র ১টি হেরেছে ভারত। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে খুব কঠিন হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। ভারতের সঙ্গে ফাইনালে যাওয়ার সম্ভবনা রয়েছে নিউজিল্যান্ডেরও।