হোমআন্তর্জাতিকবিশ্বমঞ্চে অবিস্মরণীয় ইতিহাস, থমাস কাপে সেরার শিরোপা ভারতের

বিশ্বমঞ্চে অবিস্মরণীয় ইতিহাস, থমাস কাপে সেরার শিরোপা ভারতের

বিশ্বমঞ্চে অবিস্মরণীয় ইতিহাস, থমাস কাপে সেরার শিরোপা ভারতের

বিশ্ব ব্যাডমিন্টনে ইতিহাস গড়ল ভারত। ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে থমাস কাপ (Thomas Cup) জিতে নিল ভারত। দেশকে সোনা এনে দিলেন ভারতের কিদম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেনরা।

থমাস কাপ শুরু হয়েছিল ১৯৪৯ সালে। এর আগে ভারত কখনও এই প্রতিযোগিতার সেমিফাইনালেও পৌছতে পারেনি।
এ পর্যন্ত এই প্রতিযোগিতায় ইন্দোনেশিয়ার ১৪ বার,  চিন ১০ বার এবং মালয়েশিয়া ৫ বার জয়ী হয়েছে।

টুর্নামেন্টের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে উঠেছিল ভারত এবং প্রথমবারেই সেরার মুকুট। ব্যাডমিন্টনের বিশ্বকাপ অর্থাৎ থমাস কাপে এর আগে ভারতের সেরা সাফল্য ছিল ১৯৫২, ১৯৫৯, এবং ১৯৭৯ সালে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছনো। এবার পাঁচটি ম্যাচের মধ্যে প্রথম তিনটি ম্যাচ জিতেই থমাস কাপে প্রথম সোনা পেল ভারত।

টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী অ্যান্টনি জিন্টিংয়ের কাছে প্রথম গেমে লক্ষ্য সেন (Lakshya Sen) হারেন ৮-২১ স্কোরে। দুরন্ত কামব্যাক করে দ্বিতীয় গেম ২১-১৭ ব্যবধানে জিতে নেন তিনি। ডিসাইডার গেমে হাড্ডাহাড্ডি লড়াই করে লক্ষ্য ২১-১৬ ফলে জিতে যান। ১-০ ফলে এগিয়ে থেকে ডাবলস ম্যাচে নামেন সাত্ত্বিক সাইরাজ রণকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। মহম্মদ আহসান এবং কেভিন সুকামূলজোর কাছে তাঁরা ১৮-২১ ফলে  প্রথম গেম হারেন। এরপর ঘুরে দাঁড়ায় ভারতীয় জুটি। চারটি গেম পয়েন্ট বাঁচিয়ে তাঁরা ২৩-২১ ফলে দ্বিতীয় গেম জিতে নেন। দাপটের সঙ্গে ২১-১৯ ফলে তৃতীয় গেমে ভারতকে জয় এনে দেন তাঁরা।    

তৃতীয় ম্যাচে জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে নামেন কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikant)। ২১-১৫ ব্যবধানে প্রথম গেমে প্রতিপক্ষকে অনায়াসে হারিয়ে দেন তিনি।  একটা সময়ে টানা পয়েন্ট জিতে ম্যাচে ফিরে এসেছিলেন জোনাথন। কিন্তু শেষ পর্যন্ত ২২ -২১ ফলে দ্বিতীয় গেম জিতে নেন তিনি। সেই সঙ্গেই ভারতের সোনা জয় নিশ্চিত হয়ে যায়।   

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img