নিউজ ডেস্ক : মঙ্গলের পর এবার শুক্রগ্রহ অভিযানে ইসরো। ২০২৫-এ শুক্রে পাড়ি দেবে ইসরোর মহাকাশ যান। এ খবর জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। এই অভিযানে ইসরোর সঙ্গী হয়েছে ফরাসি মহাকাশ গবেষণা সংস্থা সিএনইএস। ইতিমধ্যে প্রস্তুতির কাজও শুরু হয়ে গিয়েছে।
২০১৭তে শুক্রযানের পরিকল্পনা শুরু হয়েছিল। ইসরো জানিয়েছে, শুক্রগ্রহের উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করতে থাকবে এই মহাকাশযান। এই অভিযানে লাগবে মোট ১০০ কেজি ওজনের যন্ত্রাংশ। শুক্রগ্রহের সঙ্গে এই মহাকাশযানের ন্যূনতম দূরত্ব হবে ৫০০ কিলোমিটার, আর সর্বাধিক দূরত্ব হবে প্রায় ৬০০০০ কিলোমিটার।
শিবন জানিয়েছেন, শুক্রগ্রহের কক্ষে পৌঁছে নানা ধরনের পরীক্ষা চালাবে শুক্রযান। এই মুহূর্তে
মঙ্গলে রয়েছে ইসরোর মঙ্গলযান ‘মম’। চন্দ্রযান-২ এর যাত্রা সম্পূর্ণ না হলেও, এখনও চাঁদের খবরাখবর পাঠাচ্ছে চন্দ্রযানের অরবিটার। উঁচু-নিচু গিরিখাত, প্রলয়ঙ্কর আগ্নেয়গিরি, মেঘে ঢাকা পাহাড়, তারই উপত্যকায় সুবিশাল হ্রদ— লাল গ্রহের একের পর এক ছবি পাঠিয়ে চলেছে ইসরোর Mars Orbiter Mission (MOM)। দ্বিতীয় মঙ্গলযাত্রা হবে ২০২২-২৩ সালে। লাল গ্রহের রহস্যের খোঁজে ফের ছুটে যাবে ইসরোর দ্বিতীয় মঙ্গলযান ‘মম ২’।