রাজ্যের তৃণমূলের হয়ে প্রচারে এসে বিজেপিকে নিশানা করলেন বাংলার ‘ধন্যি মেয়ে’ জয়া বচ্চন। সোমবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বললেন, “মমতাকে যাঁরা বাজে কথা বলছেন, তাঁদের জন্য একটাই কথা, লজ্জা, লজ্জা!’’
জয়া বলেন, “আমার ধর্মকে আমি অপহরণ করতে দেব না। আমার গণতন্ত্রকে অপহরণ করতে দেব না। মমতা একজন মহিলা, যিনি সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে একা লড়াই করছেন। দেশের মধ্যে মহিলাদের জন্য নিরাপদতম রাজ্য হল পশ্চিমবঙ্গ। আর সেটা হয়েছে মমতার জন্যই।”
তৃণমূল নেত্রীর প্রশংসা করে তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে একাই গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছেন মমতাজি। মাথা ফাটিয়ে, পা ভেঙেও ওঁকে দমানো যায়নি। উনি বাংলাকে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে গড়ে তুলতে চাইছেন। মমতাকে জেতান। তাহলে বাংলায় আরও উন্নয়ন হবে।”
তৃণমূল ভবনে সাংবাদিক নিজেকে প্রবাসী বাঙালি হিসেবে পরিচয় দেন জয়া।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ৩ দিন ধরে প্রতিদিন একাধিক বিধানসভা কেন্দ্রে প্রচার চালাবেন জয়া।