চলতি মরসুমের জন্য পাটের বর্ধিত ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করল জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া (জেসিআই)। কলকাতা প্রেস ক্লাবে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে জেসিআই-এর ম্যানেজিং ডিরেক্টর অজয় কুমার জলি জানান, ২০২৫-২৬ শস্য বর্ষে মাঝারি গ্রেডের পাটের ক্যুইন্টাল পিছু পাটের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,৬৫০ কোটি টাকা। এ বছরের জুলাই থেকে এই মূল্য কার্যকর হবে এবং আগামী বছরের জুন পর্যন্ত তা বহাল থাকবে।
তিনি জানান, জেসিআই গত মরসুমে ৫.০৫ লক্ষ ক্যুইন্টালের বেশি পাট সংগ্রহ করেছিল। এর জন্য খরচ হয়েছিল ২৫২.৩৮ কোটি টাকা।
সাংবাদিক বৈঠকে জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।



