২০২৩-২৪ বর্ষের জন্য কাঁচা পাট এবং মেস্তা/ বিমলি-র ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করেছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এই মূল্য নির্ধারণের কথা ঘোষণা করেন জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এ কে জলি।
তিনি জানান, টিডি-৩ প্রজাতির কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য ধার্য হয়েছে কুইন্টাল প্রতি ৫ হাজার ৫০ টাকা। টিডি-১ প্রজাতির ক্ষেত্রে মূল্য নির্ধারিত হয়েছে কুইন্টাল প্রতি ৫ হাজার ৭৫০ টাকা এবং টিডি-২ প্রজাতির মূল্য নির্ধারিত হয়েছে কুইন্টাল প্রতি ৫ হাজার ৫৫০ টাকা।
এছাড়াও টিডিএন-৪ এবং টিডিএন-৫-এর জন্য ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারিত হয়েছে যথাক্রমে কুইন্টাল প্রতি ৪ হাজার ৫০০ টাকা ও ৪ হাজার ২৭৫ টাকা।
মেস্তা/ বিমলির ক্ষেত্রে এম১, এম২, এম৩, এম৪, এম৫ ও এম৬-এর ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারিত হয়েছে যথাক্রমে ক্যুইন্টাল প্রতি ৩৮৫০টাকা, ৩৭০০টাকা, ৩৫৭৫টাকা, ৩৪৭৫টাকা, ৩৩৭৫টাকা এবং ৩২৭৫টাকা।
কাঁচা পাট সংগ্রহ করার প্রক্রিয়ায় জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া নিয়ামক সংস্থার ভূমিকা পালন করবে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে ৪০ লক্ষ পাট চাষী উপকৃত হবেন। এাড়াও জুটমিল ও পাট সংক্রান্ত অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যগ সংস্থাগুলিও সরকারের এই সিদ্ধান্তে লাভবান হবে। কৃষকদের যাতে অভাবি বিক্রি করতে না হয় এবং পাট শিল্পের বিভিন্ন দিক বিবেচনা করে জুট কমিশনারের দপ্তর সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার পর পাটের ন্যূনতম মূল্য নির্ধারণ চূড়ান্ত করেছে।