হোমঅন্যান্যজেআইএস গ্রুপের হাত ধরে রাজ্যের প্রথম বেসরকারি ভেটেরিনারি কলেজের পথ চলা শুরু

জেআইএস গ্রুপের হাত ধরে রাজ্যের প্রথম বেসরকারি ভেটেরিনারি কলেজের পথ চলা শুরু

জেআইএস গ্রুপের হাত ধরে রাজ্যের প্রথম বেসরকারি ভেটেরিনারি কলেজের পথ চলা শুরু

জেআইএস (JIS) গ্রুপের হাত ধরে পশ্চিমবঙ্গে চালু হল প্রথম বেসরকারি ভেটেরিনারি কলেজ। হুগলির মগরায় ৩০ একর জমির উপর গড়ে তোলা হয়েছে ‘জেআইএস কলেজ অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস’ (JISCOVAS)। শুক্রবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে জেআইএস-এর ম্যানেজিং ডিরেক্টর সর্দার তারানজিৎ সিং বলেন, “নতুন এই কলেজের যাত্রা জেআইএস গ্রুপ তথা পশ্চিমবঙ্গের কাছে এক গর্বের মুহূর্ত। আমাদের লক্ষ্য হল একটি বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলা। এখানে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করা হবে, যাতে এখানকার ছাত্রছাত্রীরা গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারেন।”

সাংবাদিক বৈঠকে জানানো হয়, কলেজটিতে সাড়ে ৫ বছরের ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি পড়ানো হবে। ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম মেনে এই কোর্সে প্রত্যেক পড়ুয়াকে এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ করতে হবে। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (WBUAFS)-এর অধীন এই কলেজে প্রতি শিক্ষাবর্ষে ৮০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

ভর্তির জন্য শিক্ষার্থীদের নিট (NEET) উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে এবং উচ্চ মাধ্যমিক (১০+২) পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, জীবন বিজ্ঞান ও ইংরেজিতে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।

অত্যাধুনিক এই পশু হাসপাতালে সব ধরনের প্রাণীর চিকিৎসার জন্য শিক্ষার পাশাপাশি  রয়েছেরেডিওলজি, ডায়াগনস্টিক ল্যাবরেটরি, আইসিইউ, ওপিডি এবং আইপিডি-এর সুবিধা।

এছাড়া, রয়েছে সার্জারি, অর্থোপেডিক্স, গাইনোকোলজি, ডেন্টিস্ট্রি এবং অফথালমোলজির জন্য উন্নত অপারেশন থিয়েটার। রয়েছে আইসোলেশন ওয়ার্ড এবং সংক্রামক রোগের ক্ষেত্রে আলাদা চিকিৎসার ব্যবস্থা।

সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ তীর্থ কুমার দত্ত, জেআইএস কলেজ অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেলের অধ্যক্ষ ডাঃ মোজাম্মেল হক এবং জেআইএস গ্রুপের ডেপুটি ডিরেক্টর বিদ্যুৎ মজুমদার প্রমুখ।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img