হোমরাজ্যJIS: ন্যাক-এর মূল্যায়নে গ্রেড 'এ' পেল গুরুনানক ডেন্টাল ও নারুলা ইনস্টিটিউট

JIS: ন্যাক-এর মূল্যায়নে গ্রেড ‘এ’ পেল গুরুনানক ডেন্টাল ও নারুলা ইনস্টিটিউট

JIS: ন্যাক-এর মূল্যায়নে গ্রেড ‘এ’ পেল গুরুনানক ডেন্টাল ও নারুলা ইনস্টিটিউট

ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা NAAC-এর রেটিংয়ে গ্রেড ‘এ’ পেল গুরুনানক ডেন্টাল কলেজ।  এর আগে বাংলার কোনও ডেন্টাল কলেজের ‘এ’ গ্রেড পাওয়ার নজির নেই। সেই হিসেবে জেআইএস (JIS) গোষ্ঠীর এই স্বীকৃতি এক ব্যতিক্রমী ঘটনা।

শুধু তাই নয়, জেআইএস-এর অধীন নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজিও ন্যাক-এর মূল্যায়নে গ্রেড ‘এ’ পেয়েছে। আগামী ৫ বছরের জন্য দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই স্বীকৃতি বহাল থাকবে।

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রেটিং দেওয়ার ব্যাপারে ন্যাক-এর কিছু সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে। শিক্ষার মান, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো প্রভৃতি যাচাই করা হয়। উত্তর ২৪ পরগনার সোদপুরে গুরুনানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ রাজ্যে দন্ত চিকিৎসা ও শিক্ষাদানের ক্ষেত্রে বিশেষ জায়গা করে নিয়েছে। এখানে রয়েছে অত্যন্ত অত্যাধুনিক শিক্ষাদান ব্যবস্থা। রয়েছে আন্তর্জাতিক মানের স্মার্ট ক্লাস ও ফ্লিপ ক্লাসের ব্যবস্থা।

জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং বলেন, “বিগত ১৮ বছর ধরে ডেন্টাল শিক্ষার পাশাপাশি কম খরচে রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে চলেছে গুরুনানক ডেন্টাল কলেজ।” তাঁর কথায়, “ন্যাক-এর এই আমাদের আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। ডেন্টাল শিক্ষায় আরও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে এই স্বীকৃতি।”

একইসঙ্গে তিনি বলেন, ডেন্টাল কলেজের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং শিক্ষায় সাফল্য পেয়েছে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজিও।

ন্যাক-এর স্বীকৃতির পিছনে দুটি কলেজের সঙ্গে জড়িত প্রত্যেকেরই বিশেষ অবদান রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img