হোমঅন্যান্যJIS University: নতুন বর্ষে যাত্রা শুরু পড়ুয়াদের

JIS University: নতুন বর্ষে যাত্রা শুরু পড়ুয়াদের

JIS University: নতুন বর্ষে যাত্রা শুরু পড়ুয়াদের

২০২৫-২৬ বর্ষে জেআইএস বিশ্ববিদ্যালয়ের হাত ধরে আগামী দিনের যাত্রা শুরু করলেন শিক্ষার্থীরা। নতুন এই যাত্রা পথে ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করে বার্তা দেন শিক্ষা জগতের বিশিষ্টজনেরা। কলকাতায় ধন ধান্য অডিটোরিয়ামের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের (ইসরো) প্রাক্তন অধিকর্তা অধ্যাপক তপন মিশ্র, প্রাক্তন ভারতীয় ফুটবল তারকা গৌতম সরকার, জেআইএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ ভাস্কর গুপ্ত, জেআইএস গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং, এবং জেআইএস গোষ্ঠীর ডিরেক্টর সর্দার সিমরপ্রীত সিং।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা উদ্ভাবন প্রতিভাকে তুলে ধরার লক্ষ্যে নিজেদের নিয়োজিত করার জন্য পড়ুয়াদের পরামর্শ দেন। সেইসঙ্গে শিক্ষাগত ও পেশাগত জীবনে শৃঙ্খলাপরায়ণতার ওপর বিশেষ জোর দেন তাঁরা।

জেআইএস গোষ্ঠীর এমডি সর্দার তরণজিৎ সিং বলেন, এটি শুধুমাত্র নতুন পাঠক্রমে অংশগ্রহণ নয়, জীবনের নতুন যাত্রাপথে অগ্রগতির প্রবেশদ্বার। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং নেতৃত্বদানের গুণাবলীকে বিকশিত করাই তাঁদের প্রতিষ্ঠানের লক্ষ্য।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img