হোমPlot1পুজোয় ইচ্ছেমতো মেট্রোয় চড়ুন, বিশেষ স্মার্ট কার্ড আনছে কর্তৃপক্ষ

পুজোয় ইচ্ছেমতো মেট্রোয় চড়ুন, বিশেষ স্মার্ট কার্ড আনছে কর্তৃপক্ষ

পুজোয় ইচ্ছেমতো মেট্রোয় চড়ুন, বিশেষ স্মার্ট কার্ড আনছে কর্তৃপক্ষ

উৎসবের দিনগুলিতে যতবার খুশি মেট্রোয় চড়া যাবে। যাত্রীদের জন্য পুজোয় ট্যুরিস্ট স্মার্ট কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই ট্যুরিস্ট স্মার্ট কার্ডের মেয়াদ হবে তিনদিন ও পাঁচ দিনের। ৩ দিনের ক্ষেত্রে ২৫০ টাকা এবং পাঁচ দিনের  ট্যুরিস্ট স্মার্ট কার্ডের জন্য দিতে হবে ৫৫০ টাকা। এই স্মার্ট কার্ড সঙ্গে থাকলে, যাত্রীরা যতবার খুশি মেট্রোয় যাতায়াত করা যাবে।

কলকাতা মেট্রোর প্রতিটি করিডরেই এই ট্যুরিস্ট স্মার্ট কার্ড ব্যবহার করতে পারবেন যাত্রীরা। অর্থাৎ ব্লু লাইন বা নর্থ-সাউথ মেট্রো করিডর (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম), ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ), অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া থেকে বেলেঘাটা) এবং পার্পল লাইনে (জোকা থেকে মাঝেরহাট) এই টুরিস্ট স্মার্ট কার্ড ব্যবহার করে পুজোয় সময় ঘুরতেে পারবেন সাধারণ মানুষ। 

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের মধ্যে স্মার্ট কার্ড এবং কিউআর টিকিট ব্যবহারের প্রবণতা বাড়ছে। গত ১১ দিনে ২৪,১৭০টি স্মার্ট কার্ড বিক্রি  হয়েছে। অন্যদিকে, চলতি মাসে স্মার্ট মোবাইল কিউআর টিকিট কেটেছেন প্রায় ৪.৫৬ লাখ যাত্রী। উৎসবের সময় দৈনিক ১১-১২ লাখ যাত্রী মেট্রোয় চড়বেন বলে আশা কর্তৃপক্ষের।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img