কলকাতায় আবার বসতে চলেছে ‘Thunderbolts’ ভলিবল প্রতিযোগিতার আসর। কলকাতা বোটিং ক্লাবে দ্বিতীয় বর্ষের এই প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ১৭ সেপ্টেম্বর। চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। খেলা হবে লিগ-কাম-নক আউট পদ্ধতিতে।
বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এবারের প্রতিযোগিতার বিস্তারিত সূচি প্রকাশ করেন কলকাতা Thunderbolts-এর চেয়ারম্যান ও প্রধান মালিক পবন কুমার পাটোডিয়া।
সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন বিভিন্ন জগতের বিশিষ্টজনেরা। এঁদের মধ্যে ছিলেন, প্রাইম ভলিবল লিগের সিইও জয় ভট্টাচার্য, পরিচালক-অভিনেতা অর্জুন চক্রবর্তী, অর্জুন পুরস্কার জয়ী দাবা খেলোয়াড় গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, ক্যারাটে আ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট প্রেমজিৎ সেন, কলকাতা Thunderbolts-এর টিম ডিরেক্টর সুমেধ পাটোডিয়া, কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুশীল পোদ্দার প্রমুখ।
সাংবাদিক বৈঠকে কলকাতা Thunderbolts-এর চেয়ারম্যান পবন কুমার পাটোডিয়া জানান, এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন ৬৪টি দুর্গাপুজো কমিটির ৬৪০ জন ভলিবল খেলোয়াড়। ৬৪টি দলকে ১৬টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল। প্রতিযোগিতায় থাকছে ৩ লক্ষ টাকার বেশি পুরস্কার জয়ের সুযোগ।
পাটোডিয়া বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় স্তরে তুলে আনার পাশাপাশি মানুষকে আনন্দ দেওয়াই তাঁদের লক্ষ্য।
বাংলায় ভলিবল খেলাকে আবার স্বমহিমায় ফেরানোর উদ্যোগ নিয়েছেন তিনি। মাত্র ২ বছরের মধ্যে এই প্রতিযোগিতা ক্রীড়ামহলে বিশেষ সাড়া ফেলেছে।