হোমরাজ্যকাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বড়সড় পরিবর্তন, যাত্রা হবে আরও সুরক্ষিত ও আরামদায়ক

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বড়সড় পরিবর্তন, যাত্রা হবে আরও সুরক্ষিত ও আরামদায়ক

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বড়সড় পরিবর্তন, যাত্রা হবে আরও সুরক্ষিত ও আরামদায়ক

কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যে চলাচলকারী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এবার বড় ধরনের পরিবর্তন। যাত্রী সুরক্ষায় ট্রেনটির আইসিএফ (ICF) রেকগুলিকে বদলে ফেলা হল। যুক্ত করা হল অত্যাধুনিক এলএইচবি (LHB) কোচ।

পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, ট্রেনের রেকগুলিকে এলএইচবি কোচে রূপান্তরিত করার ফলে যাত্রীরা এখন আগের তুলনায় অনেক আরামদায়ক সফর করতে পারবেন। ট্রেনটি এলএইচবি কোচে পরিণত হওয়ায় সব শ্রেণি মিলিয়ে মোট ১৫০টি আসন বৃদ্ধি পাবে।

LHB কোচে নিরাপত্তার বৈশিষ্ট্য:
LHB কোচগুলি অ্যান্টি-টেলিস্কোপিক ডিজাইনে তৈরি হয়। ফলে কোনও দুর্ঘটনা ঘটলে, ট্রেনের কোচগুলির একটির উপর অন্যটির উঠে যাওয়ার সম্ভাবনা অনেক কম।

LHB কোচে উন্নত জোড়া ব্রেকিং সিস্টেম হয়েছে। তাই দুর্ঘটনা এড়ানোর সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। সেইসঙ্গে এই ট্রেন আগের তুলনায় অনেক বেশি গতিতেও ছুটতে পারবে।

যাত্রা হবে আরামদায়ক
উন্নত সাসপেনশন ও বগির অত্যাধুনিক ডিজাইনের ফলে যাত্রীরা অনেক কম মাত্রায় ঝাঁকুনি অনুভব করবেন। তাই যাত্রা হবে আরামদায়ক। এলএইচবি কোচগুলি এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ঝাঁকুনির পাশাপাশি শব্দের মাত্রাও অনেক কম হবে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img