কলকাতার একটি গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র রবীন্দ্র সরোবরের জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন পরিবেশপ্রেমীরা। এবার এই সরোবরের সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছেন বিশিষ্ট পরিবেশবিদ এসএম ঘোষ।
১৯২ একর এলাকা জুড়ে বিস্তৃত রবীন্দ্র সরোবর কলকাতার দ্বিতীয় বৃহত্তম জলাশয়। এটি জাতীয় হ্রদ নামেও পরিচিত। এখানে উদ্ভিদ ও প্রাণীর এক অনন্য সমাহার রয়েছে, ৩৬৬টিরও বেশি প্রজাতির স্থলজ ভাস্কুলার উদ্ভিদ এবং ১০৭ রকমের প্রজাতির আবাসিক ও পরিযায়ী পাখি রয়েছে।
এই হ্রদের পরিবেশগত গুরুত্বের কথা উল্লেখ করে ই-মেলে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, এটি কার্বন সিঙ্ক, একটি নগর সবুজ স্থান এবং বিভিন্ন জলজ ও স্থলজ প্রজাতির আবাসস্থল হিসেবে কাজ করে। কিন্তু এটি দূষণ সহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র সংরক্ষণের পথে রবীন্দ্র সরোবরকে ‘ঐতিহ্য জীব বৈচিত্র্য স্থান’ ঘোষণা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।