হোমঅন্যান্যগ্রেট ইস্টার্ন ট্রেডিংয়ের 'লাকি ড্র', জয়ীরা পাচ্ছেন বাইক

গ্রেট ইস্টার্ন ট্রেডিংয়ের ‘লাকি ড্র’, জয়ীরা পাচ্ছেন বাইক

গ্রেট ইস্টার্ন ট্রেডিংয়ের ‘লাকি ড্র’, জয়ীরা পাচ্ছেন বাইক

গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির উদ্যোগে অভিনব ‘লাকি ড্র’ প্রতিযোগিতা। সোমবার কলকাতার ওল্ড কোর্ট হাউস স্ট্রিটের কার্যালয়ে এই প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করা হয় সংস্থার ডিরেক্টর মহেন্দ্র বৈদ ও মণীশ বৈদ এবং অন্যান্যদের উপস্থিতিতে।

পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও আসামের ক্রেতারা লাকি ড্র-য়ে অংশ নেন। প্রত্যেক রাজ্য থেকে একজন করে জয়ীর হাতে তুলে দেওয়া হবে একটি করে বাইক।

১৯৫৯-এ পুনম চাঁদ বৈদের হাত ধরে গ্রেট ইস্টার্ন ট্রেডিংয়ের পথ চলা শুরু হয়েছিল। বর্তমানে দেশের ৬টি রাজ্যে সংস্থার ৯৭টির বেশি স্টোর রয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img