মহুয়া ভট্টাচার্য
তুমি আসতে বাকি আরও আরও একদিন,
ভ্রূণের রূপান্তরে শিশুর জন্ম
তবু সদ্যোজাত হতে আরও অনেক দিন।
রাতের অন্ধকার চিঁড়ে আলোর রেখা ঘড়ি নিঃশব্দে প্রহর গোনে
তবু অধৈর্য অপেক্ষা
তুমি আসতে বাকি আরও আরও একদিন।
তুমি আসতে বাকি আরও আরও একদিন
কুঁড়ি থেকে ফুল ফোঁটা
পুষ্প চয়ন হয় এক এক করে
এও তো এক প্রতীক্ষা
ঢেউ আছড়ে পড়ে ডাঙ্গায়
জোয়ার আসলে পরে আসে জলোচ্ছ্বাস
একেই বলে অপেক্ষা
আমি থাকবো বসে আরও আরও একদিন
তোমার প্রতীক্ষায়।