বিজেপিকে ফের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার হুগলির পুরশুড়ায় এক জনসভায় মমতা বলেন, “আমি যতদিন নিজে না যাচ্ছি, আমাকে সরানো অত সহজ নয়, এটা জেনে রেখো বিজেপি দল।”
বিজেপির পরিবর্তনের স্লোগানকে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, “বিজেপি বলছে বাংলায় নাকি কোনও উন্নয়ন হয়নি। তাই পরিবর্তন দরকার। আমি বলি, পরিবর্তন স্লোগানটা তো আমারই।”
তিনি বলেন, “বিজেপি একটা জঘন্য রাজনৈতিক দল। তাদের কাজ একটাই, রোজ রোজ মিথ্যা কথা বলা, কুৎসা করা। দেশে এ রকম সরকার আগে কখনও দেখা যায়নি। এ রকম বাজে রাজনৈতিক দল দেখিনি, যারা ক্ষমতায় থেকে মানুষ খুন করে।”
নরেন্দ্র মোদীকে ‘বাজে প্রধানমন্ত্রী’ এবং অমিত শাহকে ‘বাজে স্বরাষ্ট্রমন্ত্রী’ বলেও আক্রমণ করেন মমতা। বিজেপির বিরুদ্ধে ভোটে টাকা ছড়ানোর অভিযোগ তোলেন মমতা।
বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল নেত্রী বলেন, বাংলাকে গুজরাত বানাতে দেব না। তাঁর সাফ কথা, “তোমরা যদি মনে করো গুজরাত বাংলা শাসন করবে, সেটা হতে দেব না। বাংলা বাংলাকেই শাসন করবে।”
তিনি বলেন, “আমার সরকার স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প করেছে। বিজেপি ক্ষমতায় এলে সব বন্ধ করে দেবে।”