যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-মৃত্যুর পর র্যাগিং রুখতে এবার ২৪ ঘণ্টার জন্য নতুন হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও পড়ুয়া র্যাগিং-এর শিকার হলে, এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন।
আজ, মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মমতার এই ঘোষণার পর পুলিশের পক্ষ থেকে এই নম্বর প্রকাশ করা হয়। নম্বরটি হল ১৮০০৩৪৫৫৬৭৮। ২২ অগাস্ট অর্থাৎ আজ থেকেই ২৪ ঘণ্টার জন্য এই নম্বর চালু করে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে বলা হয়েছে, র্যাগিং-এর ঘটনা ঘটলে, যে কোনও সময় এই নম্বরে ফোন করা যাবে। যিনি অভিযোগ জানাবেন, তাঁর পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।