হোমPlot1প্রাথমিকে 'সেমেস্টার' বাতিল করে দিলেন মমতা, কড়া ধমক ব্রাত্যকে

প্রাথমিকে ‘সেমেস্টার’ বাতিল করে দিলেন মমতা, কড়া ধমক ব্রাত্যকে

প্রাথমিকে ‘সেমেস্টার’ বাতিল করে দিলেন মমতা, কড়া ধমক ব্রাত্যকে

ডিসেম্বরের শেষদিকে ‘ক্রেডিট বেসড সেমেস্টার সিস্টেম’ (সেমেস্টার) পদ্ধতিতে পঠনপাঠনের কথা ঘোষণা করেছিল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু নতুন বছর শুরুতেই সেই সিদ্ধান্ত বাতিল  করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগে বছরে এক বারই পরীক্ষা নেওয়া হত। সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে পড়ুয়াদের পাশ করানোর ব্যবস্থা ছিল। সেমেস্টার পদ্ধতি চালু হলে ১০০ নম্বরের পরীক্ষা দু’ভাগে ভাগ করা হত। জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর – এই দু’ভাগে ভাগ করে পরীক্ষা নেওয়া হত। প্রথম সেমেস্টার হত ৪০ নম্বরের এবং পরের পরীক্ষা হত ৬০ নম্বরের।

৪০ নম্বরের পরীক্ষা লিখিত আকারে নেওয়া হত না। ৪০ নম্বরের মধ্যে ২০ নম্বর পড়ুয়াদের উপস্থিতি, ক্লাসে আচরণ ইত্যাদি বিষয় মূল্যায়নের উপর। বাকি ২০ থাকত বিভিন্ন প্রজেক্টের মূল্যায়নের ভিত্তিতে।

দ্বিতীয় সেমেস্টার পুরোটাই হত লিখিত পরীক্ষা। তবে এই প্রশ্নপত্র তৈরি করত পর্ষদই। গোটা রাজ্যে একই প্রশ্নপত্রে পরীক্ষা হত। তবে খাতা দেখতেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই।

পড়ুয়াদের জন্য থাকত ‘ক্রেডিট স্কোর’ও। প্রথম এবং দ্বিতীয় শ্রেণির জন্য প্রত্যেক বছর ক্লাসের মোট সময় নির্ধারণ করা হয়েছিল ৩৭৬ ঘণ্টা। তার উপর দেওয়া হত ‘ক্রেডিট স্কোর’। সর্বোচ্চ ‘ক্রেডিট স্কোর’ স্থির করা হয়েছিল ১৩.৫। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে বছরে ক্লাস নেওয়া হত ৪৬০ ঘণ্টা। এই তিন শ্রেণির জন্য সর্বোচ্চ ‘ক্রেডিট স্কোর’ স্থির করা হয়েছিল ১৬.৫।

নবান্ন সভাঘরে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে রীতিমতো ধমক দেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, প্রাথমিকে কোনও সেমেস্টার হবে না! কী ভাবে ওই ঘোষণা করা হল, কেন মুখ্যমন্ত্রীকে বা মুখ্যসচিবকে বিষয়টি জানায়নি শিক্ষা দফতর, তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্যকে প্রকাশ্যেই তিরস্কার করেন মমতা।

শিক্ষামন্ত্রী প্রথমে জবাব দিতে গিয়ে বলেন, ‘‘মুখ্যসচিবের কাছে জমা দেওয়া হয়েছে। আপনি অনুমোদন না দিলে বিজ্ঞপ্তি জারি হবে না।’’ সেই জবাব শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, “অনুমোদন হয়নি তো কাগজে বেরোল কী করে? যা মেসেজ (বার্তা) যাওয়ার তো চলে গেল!”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img