ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্স পরীক্ষায় প্রস্তুতির জন্য মেধাবী ও আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ দেবে Mercury Educational Services. বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংস্থার পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়। মধ্যবিত্ত এবং দুঃস্থ পরিবারের সন্তানরাও যাতে এই ধরনের কঠিন পরীক্ষায় সফল হতে পারেন, সেটাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ছাত্রছাত্রীদের উন্নত মানের শিক্ষাদানের লক্ষ্যে মার্কারি এডুকেশনাল সার্ভিসেস গাঁটছড়া বেঁধেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স-এর সঙ্গে। সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন প্রবীণ শিক্ষাবিদ বিভূতিভূষণ পাইরো, ডাঃ বি ডি মুখার্জি, ড. অভিজিৎ ঘোষ, ড. পার্থসারথি চক্রবর্তী এবং সংস্থার ডিরেক্টর শ্রাবণী সাহা সহ বিভিন্ন জগতের বিশিষ্টজনেরা। জাতীয় ও রাজ্যস্তরের মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় পড়ুয়াদের সাফল্যই তাঁদের লক্ষ্য।
মূলত NEET, IIT-JEE এবং WBJEE-এর শিক্ষার্থীদের প্রশিক্ষণের সঙ্গে যুক্ত এই অগ্রণী প্রতিষ্ঠান। এখানে শিক্ষাদানের সঙ্গে যুক্ত রয়েছেন সফল চিকিৎসক ও ইঞ্জিনিয়াররা। এছাড়া সপ্তম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের ফাউন্ডেশন কোর্সও করানো হয়।