হোমরাজ্যব্যাঙ্ক বেসরকারিকরণের আশঙ্কা, কেন্দ্রকে হুঁশিয়ারি ব্যাঙ্ক বাঁচাও মঞ্চের

ব্যাঙ্ক বেসরকারিকরণের আশঙ্কা, কেন্দ্রকে হুঁশিয়ারি ব্যাঙ্ক বাঁচাও মঞ্চের

ব্যাঙ্ক বেসরকারিকরণের আশঙ্কা, কেন্দ্রকে হুঁশিয়ারি ব্যাঙ্ক বাঁচাও মঞ্চের

আসন্ন বাজেটেই ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে হাঁটতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এমনই আশঙ্কা ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের যুগ্ম আহ্বায়ক সৌম্য দত্ত এবং বিশ্বরঞ্জন রায় অভিযোগ করেন, সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণে তেমনই ইঙ্গিত মিলেছে। কেন্দ্র এ ধরনের সিদ্ধান্ত নিলে, দেশজুড়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

কেন্দ্রীয় সরকার শিল্পপতিদের হাতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি তুলে দিতে চাইছে বলে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তাই আন্দোলনের জন্য তৈরি থাকার বার্তা দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

তাঁরা জানান, সাইবার জালিয়াতির শিকার বহু গ্রাহককে আইনি সহায়তা ও টাকা উদ্ধারের ক্ষেত্রে ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ বিশেষ ভূমিকা পালন করেছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img